ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি উনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হাইস্কুল মোড় থেকে র্যালিটি বের হয়ে আবার হাইস্কুল মোড়ে এসে মিলিত হয়।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি ফকর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, সহ-সভাপতি হাবিবুল্লাহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, বিএনপি নেতা উসমান গনি মল্লিক মাখন, আব্দুল কাইয়ুম রিপন, সমর পাঠান, এডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/হিমেল