নাটোরের সিংড়া উপজেলার কলম গোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানিয়েছে, প্রায় ৬ মাস যাবত স্কুলের মাঠ পানিতে নিমজ্জিত থাকে। এতে স্কুলে যাতায়াত করা কোমলমতি শিক্ষার্থীদের জন্য সমস্যা হয়। একদিন বৃষ্টি হলে ১৫/২০ দিন ধরে পানি জমে মাঠ থৈ থৈ করে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। এলাকাবাসী স্থানীয় সাংসদ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির মাধ্যমে দ্রুত মাঠ ভরাটের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা যায়, ১৯২৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। ২০১৩-১৪ অর্থ বছরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চেষ্টা নতুন ভবন নির্মিত হয়। কিন্তু বিদ্যালয়ের সামনে পানি জমে থাকার ফলে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, প্রায় ৬ মাস পানিতে মাঠ নিমজ্জিত থাকায় স্কুলের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীদের শারীরিক কসরত, ডিসপ্লে কিংবা কোন রকম খেলাধুলার জায়গা থাকেনা। তাছাড়া সরকারী নির্দেশনা মোতাবেক এ্যাসেম্বলী করার মত জায়গা নেই। এজন্য বারবার স্থানীয়রা মাঠ ভরাটের দাবি জানিয়ে আসছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান অবগত আছেন।
কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, দ্রুত মাঠ ভরাট করা জরুরী হয়ে পড়েছে। বিষয়টি মন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে। মন্ত্রী মহোদয়, পরিষদ এবং ব্যক্তিগতভাবে সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/হিমেল