লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় উপজেলার চরপাতা এলাকা থেকে সুজন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে রায়পুর থানা পুলিশ। সুজন উপজেলার চরপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শহিদ আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, আজ সন্ধ্যায় বাড়ির পাশের বাগানে সুজনের লাশ দেখতে পেয়ে ঐ বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোর সুজনের লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেছেন নিহতের স্বজনরা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজিজুর রহমান মিয়া জানান, হত্যা না আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত হওয়া যায় নি। কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/হিমেল