দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বিরলে মোজাহারুল ইসলাম নামে এক যুবক এবং ঘোড়াঘাটে ভ্যানচালক সোনাউল্লাহর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২জন। শুক্রবার সন্ধায় বিরলে মোজাহারুল ইসলাম এবং বৃহস্পতিবার দিবাগত রাতে সোনাউল্লাহ নিহত হন।
মোজাহারুল ইসলাম (২৮) বিরল উপজেলার ভান্ডারা ইউপির বান্দইল গ্রামের ঘেড়ু মোহাম্মদের পুত্র এবং ভ্যানচালক সোনাউল্লাহ (৬০) ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের মৃত জবেদ আলীর পুত্র।
বিরলের দুর্ঘটনায় আহতরা হলেন, বিরলের ভান্ডারা ইউপির বান্দইল গ্রামের মজিবরের পুত্র মোস্তফা (২৮) ও ভান্ডারা গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মশিউর (৩০)।
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ৩ জনে দিনাজপুর থেকে বিরলে মোটরসাইকেলযোগে আসার পথে মাড়পুকুর নামকস্থানে রাস্তার উপর দাড়ানো ট্রাকের পিছনে ধাক্কা লাগলে চালক মোজাহারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। অপর আরোহী ২ জন গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে মশিউরের অবস্থা আশংকাজনক। আহত ২ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
অপরদিকে, বৃহস্পতিবার রাত অনুমানিক ৮টার সময় ভ্যানচালক সোনাউল্লাহ ওসমানপুর বাজার থেকে ভ্যান নিয়ে বাড়ি যাওয়ার পথে দূর্গাপুর নামক স্থানে পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কাঁচামাল বোঝাই ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার উদ্দেশ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/হিমেল