দলীয় কোন্দল ও বালু মহলের আধিপত্য নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও তার দুই সহযোগীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার শালুয়াভিটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অপর দু'জন হলেন কালিয়াহরিপুর ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৪০) ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর (৪৫)।
কালিয়া হরিপুর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম জানান, সন্ধ্যায় ছোনগাছা বাজারে আওয়ামী লীগের একটি মিটিংয়ে শেষে চেয়ারম্যানকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে শহরে ফিরছিলেন। পথে শালুয়া বাজারের কাছে পৌঁছলে যুবলীগ নেতা জাহাঙ্গীর, নুর, রাজু ও ভোলাসহ ১০-১২ জনের সশস্ত্র হামলা চালায়। হামলায় চেয়ারম্যান আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম ও আবু বকরকে কুপিয়ে ও মারধর করে গুরুত্বর জখম করা হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক চেয়ারম্যানসহ দুইজনকে ঢাকায় রেফার্ড করেন।
তিনি আরো জানান, ইতোপূর্বেও চেয়ারম্যানকে তিনবার হত্যার জন্য আক্রমন করা হয়েছিল।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/হিমেল