কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা বস্তিতে রোহিঙ্গারাই ডাকাতির চেষ্টা করেছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী ক্যাম্পের ভেতর ডাকাতিকালে দুটি অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে ক্যাম্পবাসী।
আটককৃতরা উগ্রবাদী আলইয়াকিন বা আরসার সদস্য বলে ধারণা করছেন ক্যাম্পের অধিবাসীরা। পালংখালী ইউপির বালুখালী এলাকার সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে দুইটার দিকে বালুখালীর এ-২ ব্লকের লালু মাঝি ফোন করে ডাকাতির চেষ্টা ও ৫ ডাকাত আটকের বিষয়টি জানান। আটকরাও রোহিঙ্গা বলে দাবি করেন তিনি। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে জানিয়ে, এরা আলইয়াকিন বা আরসার সমর্থন পুস্ট কেউ হতে পারে বলে ধারণা করছেন লালু মাঝি। তবে আটকদের নাম ঠিকানা দিতে পারেননি তিনি। আটকরা কেউ মুখ খুলছে না জানিয়ে সব জানতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে উল্লেখ করেন লালু মাঝি।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/হিমেল