বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল বেলাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। শনিবার সকালে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেনের কনস্টেবল নম্বর- ২০৪।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম জানান, সকালে বেলাল হোসেন যোগে বগুড়া শহর থেকে শেরপুর থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই বেলাল হোসেন নিহত হন।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/আরাফাত