লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি এলজি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। আজ সকালে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
এরা হলেন, তুহিন, আরিফ হোসেন, ছাইয়ান, সুমন, সাইফুল ইসলাম ও পলাশ। আটককৃতরা যুবলীগ ও আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার রাত ৮ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক সমর্থক ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মহিন ড্রাইভার সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এতে এমরান ও কবির নামের ২ জন গুলিবিদ্ধসহ আহত হন ৪জন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া ৬ জনকে আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/হিমেল