'পুলিশই জনতা, জনতাই পুলিশ' শ্লোগান নিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠাবার্ষকী পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল জেলা পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আশরাফ মোমেন খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র সাইফুজ্জামান খান সোহেল, টাঙ্গাইল জেলা চেম্বার অব কর্মাসের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম