‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শ্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শনিবার সকালে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পৃথক র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর সদর রোড থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
অপরদিকে জেলা পুলিশের আয়োজনে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস গিয়ে শেষ করে।
র্যালি শেষে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অশ্বিনী কুমার হলে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি (এপিবিএন হেডকোয়ার্টার্স) সিদ্দিকুর রহমান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক সহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ