মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে এলাকাবাসী শহরের পিটিআই এর সামনে বিশ্বরোডে এ মানববন্ধন করে।
'মাগুরার সর্বস্তরের শান্তিপ্রিয় জনগণ'র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার কাজ সম্পন্নের পাশাপাশি খুনী মীর আবু সাঈদসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন রাজনের বড়ভাই সেলিম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এড. আশরাফ হোসেন খান, আতিয়ার রহমান নিহার, কনক খান, নাহিদ খান, রিফাত খান প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালে কুখ্যাত সন্ত্রাসী মীর আবু সাঈদ ও তার বাহিনী মাগুরা সরকারি কলেজে নির্মমভাবে রাজনকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে ১৮ জনের নামে একটি মামলা হয় যেটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/হিমেল