নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলাই নদীর উপর রেল সেতু থেকে বাদশাহ্ মিয়া (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
বাদশাহ্ মিয়া উপজেলার বিষকাকুনী গ্রামে আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পূর্বধলা বাজারের পার্শ্ববর্তী ধলাই নদীর রেল সেতুর উপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পূর্বধলা থানা পুলিশ ময়মনসিংহ জিআরপি থানায় অবহিত করে। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে প্রেরণ করে।
জিআরপি ওসি আব্দুল মান্নান ফরাজি তত্যতা নিশ্চত করে বলেন, রেল লাইনের ব্রিজে লাশ পরে থাকার খবর পেয়ে গৌরিপুর জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি মামলা দাযেরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব