কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর কানাইখালী মাঠ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সরকারি গ্রন্থাগার গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) শাহিনা খাতুন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম। র্যালি ও সভায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সব সদস্য ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার