তাল গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে শামীম খান (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মাগুরার শ্রীপুর উপজেলার টুপি পাড়া গ্রামে। সে ওই গ্রামের নবাব আলী খানের ছেলে। এ ঘটনায় মনিরুল ইসলাম খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, টুপি পাড়া গ্রামে প্রতিবেশী মনিরুল ইসলামের বাড়ির পাশের একটি তালগাছে গরু বাঁধাকে কেন্দ্র করে সকালে শামীমের সাথে মনিরুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মনিরুল ধারালো অস্ত্র দিয়ে শামীমকে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে শামীম মারা যায়। এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম খান (৩০) আটক করেছে। মনিরুল একই গ্রামের আবুল হোসেন খানের ছেলে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব