সারাদেশের ন্যায় প্রথমবারের মত বগুড়াতেও কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি-আলোচনা-সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজ বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন।
খেলার মাঠ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা ও কমিউনিটি পুলিশিং এর ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেমি, বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম। বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্ম নূরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজার রহমান, কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচীব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু প্রমুখ।
সভা শেষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় কমিউনিটি পুলিশিং ডে’র কর্মসূচি। শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেয়েছেন কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির সদস্য সচীব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। র্যালিতে কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার