নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড শিবগজ্ঞ বাজারে আগুনে পুড়ে তিনটি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর রাতে সুভাস তালুকাদার, নান্টু তালুকাদার ও নিলু নন্দদী মনোহারি দোকানে আগুন জ্বলতে থাকে। কয়েকজন আগুন দেখে এগিয়ে আসলে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে তিনটি দোকানের অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ কেউ বলতে পারেনি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ইদ্রিস মিয়া জানান, এর আগেও মাস ছয়েক পূর্বে শিবগজ্ঞ বাজারে আগুনে পুড়ে এক তুলার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার