‘পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেই দিন দিন আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে।’
চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শ্রীমন্ত টাউন হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউদ্দীন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম, মো. কলিমুল্লাহ প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব