ঠাকুরগাঁওয়ে জাঁকজমক আয়োজনে বৃহত্তম মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের উদ্যোগে সদর উপজেলার নারগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ. লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিশুদের প্রতি আরো যত্নশীল হতে হবে। নিয়মিত স্কুলে পাঠানো, শিশুদের প্রতি নজর ও পরিস্কার পরিচ্ছিন্নতায় পাঠদানে প্রেরনে ভূমিকা রাখতে হবে। এছাড়া বক্তারা অভিভাবকদের আরো বেশকিছু পরামর্শ প্রদান করেন। সেই সাথে বর্তমান সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আ. লীগকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার আহবান জানান। পরে ভালো ফলাফল করা শিক্ষার্থী ও প্ররিশ্রমী শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার