ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সাংসদ অ্যাড. রেজা আলীর গানম্যান আজগর আলী (৪৫) পেটে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ধানীখলা ইউনিয়নে রেজা আলীর নিজস্ব ফার্ম ‘রেমি ফার্ম লিমিটেডে এ ঘটনা ঘটে।
পরে গুলিবিদ্ধ ওই গানম্যানকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। আহত আজগর বর্তমানে লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে।
তবে গানম্যান আজগর আলীর গুলিবিদ্ধতা নিয়ে রহস্যের জট সৃষ্টি হয়েছে। ঘটনার প্রথম দিকে রেজা আলীর গুলিতে আজগর গুলিবিদ্ধ হয়েছে বলে চাউর হলেও বিকেল গড়াতেই তা পাল্টে যেতে থাকে। রেজা আলীর পক্ষ থেকে অ্যাড. জিয়াউল হক সবুজ জানিয়েছেন, রাইফেল পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত সে গুলিবিদ্ধ হয়। সবুজ রেজা আলীর ঘনিষ্ঠভাজন হিসেবে সমগ্র উপজেলায় পরিচিত।
তবে ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানিয়েছেন, রাইফেলের নয়, শর্টগানের গুলি থেকে গুলিবিদ্ধ হয়েছে সাবেক এমপির গানম্যান। আজগর লাইফ সাপোর্টে থাকায় তার সাথে কথা বলাও সম্ভব হচ্ছে না। আমরাও বিষয়টি অনেক পরে জেনেছি।
হাসপাতাল সূত্রে জানা যায়, অপরিচিত এক ব্যক্তি গুলিবিদ্ধ আজগরকে হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে সার্জারি ওয়ার্ডে রাখা হয়। পরে দ্রুত বোর্ড মিটিং বসিয়ে অস্ত্রপচার করা হয়। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন।
পেটের যে স্থানে গুলি লেগেছে সেখানে পরিষ্কার করতে গিয়ে লাগার কথা না-এমন তথ্য দিয়ে ওই সময়ে কর্তব্যরত একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, কীভাবে গুলি লেগেছে জানতে চাইলে পাশ থেকে অনেকটা আগ বাড়িয়ে ওই ব্যক্তি বলে ওঠেন, ‘অস্ত্র পরিষ্কার করতে গিয়ে।’
তবে পরক্ষণেই গুলিবিদ্ধ আজগর চিকিৎসকদের কাছে আকুতি করে বলেন, ‘গুলি লাগছে স্যার, তাড়াতাড়ি অপারেশন করেন। ঢাকা নিতে নিতে মইরা যামু।’
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব