মুন্সীগঞ্জে বণাঢ্য র্যালি আর আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় কমিউনিটি পুলিশিং ডে। আজ সদরের পুলিশ লাইন্স থেকে র্যালিটি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে দীর্ঘ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্লেকার্ড, ফেষ্টুন, ব্যানার নিয়ে সফলতার শ্লোগান নিয়ে দিনব্যাপী সমাবেশের যাত্রা শুরু হয়।
কমিউনিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে এই আয়োজন। উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সদস্যরা, পুলিশ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি চাকরিজীবী, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হয়।
র্যালী শেষে শিল্পকলা একাডেমীর আলোচনা সভায় সাবেক অধ্যক্ষ ও জেলা কমিউনিটিং পুলিশ ফোরামের সভাপতি প্রবীর কুমার গাঙগুলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এড. মৃণাল কান্তি দাস, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সরকারি হরগংগা কলেজের অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন হাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন, সভ্যতার আলো সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, এডি,পিপি এ্যাড,অজয় চক্রবর্তী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার