মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধ নাটোরের কমিউনিটি পুলিশিং র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শহরের কানাইখালী স্টেডিয়াম থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে র্যারি বের হয়ে শহর ঘুরে জেলা গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এসময় আরো বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান, পৌর মেয়র উমা চোধুরী জলি, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রফেসর একেএম নজরুল ইসলাম, সিংড়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাবেক রাজশাহীর অধ্যক্ষ আশরাফুল ইসলামসহ প্রমখ। শেষে কমিউনিটি পুলিশিং এর জেলা পুলিশ সুপার পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং এর কর্মকর্তাদের ক্রেস্ট তুলেদেন।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব