বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমীর মাওলানা শেখ আবু নাসেরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ উপজেলার গৌরম্বা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় একটি ধারালো অস্ত্র ও লাঠি সোটা উদ্ধার করে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, উপজেলা জামায়াতের আমীর শেখ আবু নাসের নিজ বাড়িতে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও পুলিশ আবু নাসেরকে ধরতে সক্ষম হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। শনিবার বিকেলে তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে বাগেরহাট আদলতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার