নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুড়পার পুলিশ সুপার কার্যালয় থেকে র্যালিটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি মোক্তাপাড়া পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন অনুষ্টানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, মুখ্য আলোচক ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুঁইয়া, জেলা প্রশাসক ড.মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম। র্যালিতে সরকারী বেসরকারী রাজনৈতিক সামজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে পাবলিক হল মিলনায়তনে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কমিউিনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক প্রবীণ চিকিৎসক ডাঃ এম এ হামিদ খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালির পূর্বে পুলিশ সুপার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান