চাঁপাইনবাবগঞ্জের সদর থানা এলাকা থেকে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা। জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ২জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের এহসার সদস্য বলে দাবি করছে র্যাব। আটকরা হলেন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের ২ জন এহসার সদস্যসহ মোহাম্মদ জেনারুল, রসুল ও গায়রে এহসার সদস্য ইসলাম।
বর্তমানে র্যাব হেফজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব-৫ এর মেজর আশরাফ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর