বয়স ৫ বছর। এ বয়সে শিশুরা যখন আনন্দময় শৈশবকে উপভোগ করে। ঠিক তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় ভুগছে শাহ আলম। এই বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতি রোগ ক্যান্সার।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর নদীরধার গ্রামের ভ্যানচালক আজিম মৃধার ছেলে সে। বেশ কিছুদিন ধরে রোগভোগের পর গত ১৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা শেষে শিশুটির ব্লাড ক্যান্সারের কথা জানান। ক্যান্সার রোগ সনাক্ত হওয়ার পর থেকে শিশুটির বাবা-মা চোখে অন্ধকার দেখছেন।
শাহ আলমের মা মরিয়ম বেগম বলেন, মাত্র কয়েকদিনের চিকিৎসায় শিশু শাহ আলমের জন্য প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে। ধার-করজা করেই দিনমজুর বাবা এই টাকার যোগান দিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে দেশে এ ক্যান্সারের চিকিৎসা করাতে গেলেও প্রায় দেড় লাখ টাকা প্রয়োজন। এদিকে ভ্যানচালক পিতার মাথা গোঁজার ঠাঁই এক খণ্ড জমি ছাড়া কিছুই নেই। সেটাও বন্ধক রেখেও ছেলের চিকিৎসার টাকা যোগাড় করতে পারছেন না। তাই তিনি সামাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
শিশুর বাবা- ০১৭৯১৩২৩৬৪৯, ০১৭৪৭৬১০২৩৬ (বিকাশ), সঞ্চয়ী হিসাব নং ৫৭৪৪০১০০০১৫৯৯, রুপালী ব্যাংক, তমাল তলা শাখা, বাগাতিপাড়া, নাটোর।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/হিমেল