ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে মানিক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার ভোর রাতে কান্তিভিটা সীমান্ত থেকে ওই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা।
আটক মানিক (২৫) উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার ভোর রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে মানিক ভারতে গরু আনতে গেলে ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ সময় মিন্টুর সাথে থাকা আরো কয়জন পালিয়ে যায়।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশার বলেন, আটক যুবক ভারতের ভেতরে ধরা পড়েছে। তাকে ছাড়িয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন