সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আব্দুল মালেক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের ২নং খলিফাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মালেক শহরের দত্তবাড়ী মহল্লার ছানোয়ার হোসেনের ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত নজরুল নামে একজন আটক করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, শহরের ২ন খলিফাপট্টির কানু জুয়েলার্সের সামনে নিহত মালেকের বড় ভাই মুছার কাছে পাওনা টাকা চাইতে গেলে জানপুর মহল্লার নজরুলের সাথে তার তর্ক হয়। এক পর্যায়ে মুছা তার ভাই মালেকসহ কয়েকজনকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নজরুলের লোকজন
মালেকসহ দুজনকে রড দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর মালেক মারা যায়। ঘটনার পরপরই নজরুলকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর/হিমেল