জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহীতা, সংগতি, অংশগ্রহন এবং শুদ্ধাচার নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে টিআইবি’র সহযোগী সংগঠন ‘সচেতন নাগরিক কমিটি’ (সনাক)। রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের নির্বাহী কমিটির সদস্য নূরজাহান বেগম।
মাজহারুল আলমের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সনাক সদস্য অধ্যাপিকা শাহ্ সাজেদা, শুভংকর চক্রবর্তী, রনজিৎ কুমার দত্ত ও মনিরুল ইসলাম সোহান।
এর আগে অশ্বিনী কুমার হল চত্ত্বরে দাবির স্বপক্ষে গণসাক্ষর কর্মসূচি পালন করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ