পাবনা-ঢাকা মহাসড়কের বনগ্রাম বাজাররের পার্শ্ববর্তী বহাল বাড়িয়া নামক স্থানে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
রবিবার বেলা দেড়টার দিকে এই মর্মান্তিক দুঘটনাটি ঘটে বলে জানান পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা।
তিনি বলেন, রবিবার দুপুর দেড়টার দিকে পাবনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুমী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস এবং উল্লাপাড়া থেকে পাবনার উদ্যেশ্যে ছেড়ে আসা শাহ নকিব পরিবহনের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সুমী পরিবহনের চালক সহ ৭ জন নিহত ও ৩৫ জন আহত হন। আহত যাত্রীদের স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা পাবনা জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসাপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ ছিলো। তবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাস দু'টিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে থেকে পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইউনুস আলী জাজান, ''দুর্ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। এখন উদ্ধার কার্যক্রম চলছে। বাস দু'টির গতি বেশি থাকার কারণে দুমড়ে মুচড়ে গেছে। দুই বাসের চালকসহ ৭ জন নিহত ও ৩৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্য ঘটনাস্থল থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয় আর তিনজন হাসপাতালা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানান তিনি।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/তাফসীর/মাহবুব