নওগাঁ প্রতিনিধি
শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং বসতবাড়ী সংলগ্ন তিন ফসলি জমিতে অবৈধভাবে নবনির্মিত ইটভাটা বন্ধের দাবিতে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রবিবার দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য ও মানবাধিকার কর্মি মনিরুজ্জামান খান জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, সমাজসেবক ফিরোজ হোসেন, বিরু হোসেন, আহসান হাবিব লিটন বক্তব্য রাখেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে প্রায় ৫ শাতাধিক লোকজন অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, বদলগাছী উপজেলায় ৪০টি ইটভাটা রয়েছে। এসবের অধিকাংশই অবৈধ। তারা সরকারী নিয়ম না মেনে ইটভাটা তৈরি করছে। বদলগাছীর মত ছোট উপজেলায় ২/৩টি ইটভাটা হলেই যথেষ্ট। সেখানে আছে ৪০টি। দিন দিন আরও নতুন করে ইটভাটা তৈরি করা হচ্ছে। তাই তারা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নতুন নতুন ইটাভাটা তৈরি বন্ধের দাবি জানাচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ