বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে নেত্রকানা জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। আজ রবিবার সকালে ১১ টার দিকে শহরের তেরীবাজার পোষ্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
শহর প্রদক্ষিণ করে মিছিলটি বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের যুগ্ম আহ্ববায়ক শাহাবুদ্দিন রিপন, বিএনপির কোষাধ্যক্ষ এস এম মুসা, যুবদল নেতা শওকত হাসান খান শুভ্র, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক সোলায়মান হাসান রুবেল, ছাত্রদল নেতা শাহ আলম খান কারণ।
এতে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও অংশগ্রহন করেন।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ