চিরিরবন্দরের রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কে ওষুধ বহনকারী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফারজানা নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু ফারজানা চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
রবিবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কের রাণীপুর দোবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নশরতপুর ইউপির চেয়ারম্যান নুর ইসলাম শাহ জানায়, শিশু ফারজানা তার বাবার রাস্তার ধারে মুদির দোকানে যাওয়ার জন্য রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগতিতে আসা ওষুধ বহনকারী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফারজানাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীরবন্দর ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত বলে ঘোষণা করে।
চিরিরবন্দর থানার ওসি মো: হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন