বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খাালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার জন্য কক্সবাজারে যাচ্ছিলেন না। তিনি রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছিলেন। এটা তার আর একটি চক্রান্ত। তিনি চক্রান্তের রাজনীতি করে যুদ্ধাপরাধী এবং ২১ আগস্ট হামলাকারীদের বাঁচাতে পারেন নাই। ৫ জানুয়ারীর নির্বাচন বন্ধ করতে পারেন নাই। তার আর কোন চক্রান্ত কাজে লাগবেনা। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে, তখন এগিয়ে যাবেই কোন চক্রান্ত ও ষড়যন্ত এ উন্নয়নের ধারাবাহিকতা থামাতে পারবেনা।
রবিবার বিরলে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায় প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন