মাগুরার শালিখা উপজেলার শতখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার দুুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের আব্দুর রশিদ (৫০) ও তার ছেলে হাসান আলী (২৫)।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আ. রশিদ ও তার ছেলে হাসান শালিখার শতখালী এলাকার তানিয়া ব্রিকস-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার দুপুরে ইটভাটায় থাকা বাঁশ সরাতে গেলে তারা দুইজনই বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত