দলীয় সভা চলাকালে মারামারির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রবিবার উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উজিরপুর উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওটরা ইউনিয়ন যুবলীগ সভাপতি আকবর হোসেন ব্যাপারী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সূত্র জানায়, গত শনিবার উপজেলা ডাকবাংলোয় আওয়ামী লীগের সভা চলাকালে যুবলীগের দুই গ্রুপ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। ওই সভায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/মাহবুব