বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনকে মারপিটে আহত ও বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি করে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
রবিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ থেকে বক্তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনকে মারপিটে আহত এবং বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটনার সুষ্ঠু ও নিরপক্ষে তদন্ত দাবি করেন। একই সাথে ঘটনার জন্য সকল দোষীদের কঠোর শাস্তি দাবি করা হয়।
বক্তারা বলেন, যখন সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে। সেই সময়ে বগুড়ায় শজিমেক হাসপাতালে রোগী ও স্বজনদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির বগুড়া জেলা কমিটির সভাপতি আরিফুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পরিমল প্রসাদ রাজ, মাহফুজ আরা মিভা, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, মিজানুর রহমান, মাহবুর রহমান মিথুন, রিজু মোল্লা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার সভাপতি জিয়াউর রহমান, ইয়ূথ লিডার ইফতেখার রহমান, প্রীতি দাস, রাকিবুল মোল্লা, মেজবাউল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত