ময়মনসিংহের ভালুকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০লাখ টাকায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার উপজেলার বাঘরাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রকিবুল হাসান জানান, মো. সুমন, জসিম উদ্দিন, বোরহান আহাম্মেদ ও আতাব আলী মালিকানাধীন ২টি ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বিদ্যুতের সর্ট সার্কিট থেকে। তদন্ত শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানা যাবে।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান