মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস উল্টে তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন উদ-দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-পাটুরিয়া মহাসড়কের আরপাড়া এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং স্থানীয় হাসপাতালে একজন নিহত হয়। এসময় আরও ১৪ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত