ঠাকুরগাঁওয়ে ৪১ লাখ টাকা ব্যায়ে ২১৩টি আবাসিক ও ৪টি দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ লাইন সংযোগ প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনছের আলী, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো আ’লীগে সরকারকে নির্বাচিত করতে হবে। তাহলেই সাধারণ মানুষ আরো বেশি সুবিধা ভোগ করবে। এর আগে ঢোলারহাট ইউনিয়ন আ’লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান