ঘুষের টাকাসহ ফরিদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মচারীকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৫টার দিকে ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান তাদের ৬ মাসের দণ্ডাদেশ দেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ভাঙ্গায় সরকারি অধিগ্রহণের জমির টাকা পাইয়ে দেওয়ার নাম করে দুই ব্যক্তির কাছ থেকে ঘুষ নেন জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার খলিলুর রহমান ও আতিকুর রহমান। রবিবার বিকেলে শহরের ঝিলটুলী এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের ওই দুই কর্মচারী ঘুষের টাকা গ্রহণ করতে যায়। এসময় সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আটকদের ঘুষ নেওয়ার অপরাধে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান জানান, দুই সার্ভেয়ারকে নগদ তিন লাখ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। ১৭১(ঙ) ধারায় প্রত্যেকেই ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটক দুইজনকেই জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত