ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে আটক গরু ব্যবসায়ী মানিক হোসেন (২৫) কে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার রাতে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক শেষে আটক গরু ব্যবসায়ীকে ফেরত দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশার।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে মানিক ভারতে গরু আনতে গেলে ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ সময় মিন্টুর সাথে থাকা আরো কয়জন পালিয়ে যায়।
পরে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে গরু ব্যবসায়ীকে ফেরতের জন্য পতাকা বৈঠকের আহবান জানানো হয়। বিকেলে ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশারের নেতৃত্বে ভারতের হাটখোলা বিএসএফের সাথে পতাকা বৈঠক শেষে মানিক হোসেনকে ফেরত দেয় বিএসএফ।
এ প্রসঙ্গে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবি পতাকা বৈঠক শেষে মানিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত আইন লঙ্ঘন করে প্রবেশের অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/মাহবুব