কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আজ রবিবার রাত ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ।
আগামীকাল সোমবার বিকাল ৩ টায় পাকুন্দিয়া ঈদগাহ মাঠে এ সমাবেশের ঘোষণা দেয় দুই গ্রুপ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু ঈদগাহ মাঠে সোমবার বিকালে সমাবেশ ডেকেছিলেন। প্রায় একমাস আগে সমাবেশ ডেকে তিনি ব্যাপক প্রস্তুতিও নিয়েছিলেন।
অপরদিকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন সমর্থিত ছাত্র লীগ, যুবলীগ ও শ্রমিক লীগ আজ একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করে।
আজ বিকালে একটি গ্রুপ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে উপজেলা সদরে মহড়াও দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ নিয়ে পাকুন্দিয়ায় তীব্র উত্তেজনা দেখা দেয়।
উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মাইকিং করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ই জাহান