গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হিরন গ্রামের দুই পাড়ার মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। রবিবার রাতে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার মুন্সী ও ফকির বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুল ফারুক জানান, বিবাদমান এই দুই পাড়ার বাসিন্দাদের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় হিরণ পঞ্চপল্লী স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার ওই স্কুলে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচন ছিল। এ নির্বাচন নিয়ে দুই পাড়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ২ জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার