ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুভাষ মজুমদার (৬০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। উপজেলার রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকায় রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সুভাস মজুমদার ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী গ্রামের বাসিন্দা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার