কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় পার্টির (জাপা) যুব সংহতির এক নেতার মারধরে মোমিনুল ইসলাম (৫০) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খাবারের বিলের টাকা চাওয়ায় মোমিনুল ইসলামের ওপরে চড়াও হয় সেই জাতীয় পার্টির সেই নেতা। নিহত মোমিনুল উপজেলার উত্তর ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা।
রবিবার রাতে উপজেলার পাগলাহাট বাজারে এ ঘটনা ঘটে। তারেক মারধরের সময় মাতাল ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যুব সংহতির নেতা সেই তারেক রহমানকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাত ১০টার দিকে মোমিনুলের হোটেলে তারেক খাওয়ার পর তার কাছে বিলের টাকা চান। এসময় মাতাল থাকা তারেক মোমিনুলকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে মোমিনুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে স্থানীয় উত্তেজিত জনতা তারেককে আটক করে পুলিশে সোপর্দ করে। সোমবার ভোরে মোমিনুলের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া মামলারও প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর