সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাখাওয়াত হোসেন (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দল। আজ সকাল ৯টায় সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকার ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাখাওয়াত হোসেন সরাইচন্ডী গ্রামের মৃত মোকসেদ ব্যাপারীর ছেলে।
জানা যায়, রবিবার বিকেল তিনটার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নে সরাইচন্ডী এলাকায় মাছ ধরতে গিয়ে কৃষক সাখাওয়াত হোসেন নিখোঁজ হন। সোমবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দলের অধিনায়ক এসও আব্দুল হামিমের নেতৃত্বে একদল ডুবুরি সরাইচন্ডীর ইছামতি নদীতে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/হিমেল