মাগুরা শহরের তাঁতীপাড়া এলাকায় বাঁশবাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত সেই যুবকের নাম বিল্লাল হোসেন (২৭)। সে পার্শ্ববর্তী মীরপাড়ার মৃত আনছার বিশ্বাসের ছেলে।
সোমবার বেলা ১১টার দিকে বিল্লালের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহত বিল্লালের নামে মাগুরা সদর থানায় মাদক ও চুরির মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর