সাভারে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার অফিস থেকে তাকে আটক করা হয়।
আটক মুদি দোকানি ইকরাম হোসেন সাভার সদর ইউনিয়নের কলমা গ্রামের অজিউল্লাহর ছেলে। ইকরাম কলমা বাসস্ট্যান্ডের মুদি দোকানি।
জানা যায়, সাভারের কলমা এলাকায় খালার বাসায় থেকে কলেজে পড়াশুনার সুবাদে ওই কলেজছাত্রীর সঙ্গে কলমা বাসস্ট্যান্ডের মুদি দোকানি ইকরামের বন্ধুত্ব হয়। এই সুযোগে গত কয়েকদিন আগে মুদি দোকানি ইকরাম হোসেন ওই কলেজছাত্রীকে বেড়ানোর কথা বলে তার কাকা সাদেক হোসেনের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে ধর্ষক ইকরামের চাচা সাদেক হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন মীমাংসার জন্য ইউপি চেয়ারম্যান সোহেল রানার কার্যালয়ে ঘরোয়া সালিশের আয়োজন করে। পরে বিষয়টি সাভার থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে ও মেয়েকে থানায় নেয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনা মীমাংসা করা হচ্ছে- খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করি। এসময় অভিযুক্ত মুদি দোকানি ইকরামকেও আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/আরাফাত