হবিগঞ্জে অভিযান চালিয়ে ১০ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং পাঁচজন নিয়মিত মামলার আসামি।
এ ব্যাপারে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ