হবিগঞ্জের বাহুবলে আইনুল্লা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে প্রতিপক্ষের মারধরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আইনুল্লাহ উপজেলার পুটিজুরী গ্রামের বাসিন্দা। তার মেয়ে রাজনা খাতুন অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকালে তার চাচাত বোন আয়েশা, নায়িমা এবং আকলিমা তার বাবাকে মারধর করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বলেন, মৃতের স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মারামারির ঘটনার পরে আইনুল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে শুনেছি। তবে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন না মারধরের আঘাতে মারা গেছেন তা ময়নাতদন্তের পর বলা যাবে।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম